ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

পাকিস্তানকে হারাল ভারতের মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৪
পাকিস্তানকে হারাল ভারতের মেয়েরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ২০১৬ বিশ্বকাপ কোয়ালিফাইং প্লে অফের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে ভারত। বুধবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে মিতালি রাজের সৌজন্যে সাত উইকেটে ১০৬ রান করে তারা।

জবাবে পাকিস্তানি ব্যাটাররা শম্ভুকগতিতে এগিয়েছে। আর সাজঘরে আসা যাওয়ার মিছিল তো ছিলই। পাকিস্তানকে ৯ উইকেটে ১০০ রানে বেধে দেয় তারা।

ভারত: ১০৬/৭ (২০ ওভার)
পাকিস্তান: ১০০/৯ (২০ ওভার)
ফল: ভারত জয়ী ৬ রানে

এই ম্যাচ হেরে যাওয়ায় পাকিস্তানকে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। বৃহস্পতিবার দুপুরের ম্যাচে শ্রীলঙ্কাকে মোকাবিলা করবে তারা।

মাত্র ১০৭ রানের লক্ষ্যে নেমে শুরুতেই হুমকির মুখে পড়ে পাকিস্তানি ব্যাটিং লাইনআপ। পাওয়ার প্লেতে তারা ১৫ রানের মধ্যে দুটি উইকেট হারায়। জোড়া উইকেট পান সোনিয়া দাবির।

রানের গতি এরপর বাড়াতে পারেনি সেভাবে ব্যাটিং দল। ১০ ওভার শেষে তিন উইকেটের বিনিময়ে মাত্র ২৮ রান আসে।



শ্রাবন্তী নাইড়ুর বোলিংয়ের সামনে ৬৫ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ধুকতে থাকে পাকিস্তান। এর মধ্যে নাহিদা খানের ২৬ রানের সেরা ইনিংস প্রতিরোধ গড়েছিল।

শেষ দুই ওভারে তিন উইকেটে ২৮ রান দরকার থাকলেও ১৯তম ওভারে অষ্টম উইকেট হারায় তারা। শেষ ছয় বলে ১৭ রানের লক্ষ্যে নেমে আর পেরে ওঠেনি পাকিস্তান। বাতুল ফাতিমার উইকেট বিসর্জনের মধ্য দিয়ে ১০ রান করতে পারে তারা।

চার ওভারে ১৪ রান দিয়ে সোনিয়া তিনটি উইকেট নেন। দুটি করে পান পুনম যাদব ও স্মৃতি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। অধিনায়ক মিতালির ব্যাটে আসে ৪৩ বলে তিন চারে সাজানো ৩৯ রান। চারটি চারে ২২ বলে স্মৃতি মান্ধানার ইনিংসও গুরুত্বপূর্ণ অবদান রাখে।

গত ম্যাচের সেরা পারফরমার পুনম রাউত ১৭ রান করেন। পাকিস্তানি বোলার সানিয়া খান তিনটি ও আসমাভিয়া ইকবাল দুটি উইকেট দখলে নিয়ে ভারতকে কম স্কোরে বেধে রাখতে সফল হন।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, ২ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad