ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

সাকিবের বিশেষ সাক্ষাৎকার

মূল লক্ষ্য ছিল সুপার টেনে ওঠা, দর্শকই খেলার প্রাণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৪
মূল লক্ষ্য ছিল সুপার টেনে ওঠা, দর্শকই খেলার প্রাণ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের মাটিতে চলছে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি-টোয়েন্টির বিশ্বকাপ। কিন্তু মঙ্গলবার অস্ট্রেলিয়ার সঙ্গে হারের মধ্য দিয়েই শেষ হয়ে গেছে স্বাগতিক টাইগারদের বিশ্বকাপ মিশন।

বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ও এরপর এশিয়া কাপের ব্যর্থতার পর বিশ্বকাপে টাইগারদের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে চলছে নানারকম বিশ্লেষণ।

কেউ বলছেন, প্রত্যাশার চাপ, কেউ বলছেন দলীয় পারফরম্যান্সের অভাবেই বাংলাদেশ দলের মুষড়ে পড়া। খোদ দলের ক্রিকেটাররা কীভাবে দেখছেন দলের পারফরম্যান্স?

বাংলানিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের ভাষ্যমতে, বাংলাদেশ দলের মূল লক্ষ্য ছিল সুপার টেনের খেলা। সেটা পূরণ হয়েছে। আর দর্শকরাই খেলার প্রাণ। দর্শকের উৎসাহই ব্যক্তি থেকে শুরু করে প্রতিটি দলকে আরও ভাল খেলায় উদ্বুদ্ব করে।

বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে তিনি বলেছেন, প্রত্যাশার চাপেই এমন নড়বড়ে পারফরম্যান্স কিনা তা বলা মুশকিল। তবে প্রত্যাশার চাপে এমনটি মনে হতেও পারে।

বাংলানিউজের স্পোর্টস করেসপন্ডেন্ট সোহানুজ্জামান খান নয়নের নেওয়া বিশেষ সাক্ষাৎকা্রটি পড়ুন রাত ১২টায়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।