ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ধোনির টস সাফল্য চান কপিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১১
ধোনির টস সাফল্য চান কপিল

নয়াদিল্লি: ৮৩’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব মনে করেন ২৮ বছর পর ভারতের বিশ্বকাপ খরা কাটাতে ব্যাটিংয়ের পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির টস ভাগ্যও বেশ গুরুত্বপূর্ণ।

বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল বলেন,“ব্যাটিংই আমাদের মূল শক্তি।

আমরা এর ওপর নির্ভর করতে পারি। তবে প্রত্যেক ম্যাচে টস জয়ের ভাগ্যও বড় একটা ভূমিকা রাখবে। যদি টস হারি আর প্রতিপক্ষ ৩০০ রানের লক্ষ্য বেঁধে দেয়, তবে তাড়া করে জেতাটা আমাদের জন্য সত্যি কঠিন হয়ে পড়বে। ”

কপিলের মতে, প্রথমে ব্যাট করে বড় স্কোর করতে পারলে বাকি কাজ ভালোভাবেই করতে পারবে বোলাররা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘন্টা, ফেব্রুয়ারি ১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।