নয়াদিল্লি: মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপই জেতেনি; জায়গা করে নিয়েছে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে। সতীর্থ প্রভীন কুমার ধোনির নেতৃত্ব গুণকে তুলনা করেছেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওমার ক্যারিশমেটিক নেতৃত্বের সঙ্গে।
প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে স্থান পাওয়া প্রভীন কুমার বলেন,“ধোনি হচ্ছেন ক্রিকেটের ওবামা। ”
২০০৭ সালে ভারতের অধিনায়ক হওয়ার পর ধোনির গায়েও বিঁধেছে নিন্দুকদের সমালোনচার তীর। তবে ধৈর্য ধরে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন ভারতীয় নেতা।
এদিক দিয়ে একই অবস্থার মুখোমুখি হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি বারাক ওবামা। তাকে নিয়েও কম কথা হয়নি। শেষপর্যন্ত ক্যারিশমেটিক নেতৃত্ব দিয়ে জয় করেছেন মার্কিনীদের হৃদয়। এজন্য ২৪ বছর বয়সী এই পেসার ধোনির নেতৃত্ব গুণকে বুঝাতে টেনে এনেছেন ওবামাকে।
বাংলাদেশ সময়: ১৬২৬ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১১