ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বুট খুলে রাখার সিদ্ধান্ত নিচ্ছেন হেনরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১০
বুট খুলে রাখার সিদ্ধান্ত নিচ্ছেন হেনরি

নিউইয়র্ক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছন ফ্রান্সের থিয়েরি অঁরি। নিজের সিদ্ধান্তের ব্যাপারে অনেকটা এগিয়ে গেছেন তিনি।



বৃহস্পতিবার নিউইয়র্কের রেড বুলসের সঙ্গে চুক্তি স্বাক্ষর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অঁরি বলেন,“দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই আমি ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেছি। কাকতালীয় হলেও তাদের বিপক্ষেই আমার অভিষেক হয়েছিলো। ”

১৯৯৮ সালের বিশ্বকাপ জয় এবং ২০০৬ সালে রানর্সআপ ফরাসি দলের সদস্য থিয়েরির বয়স এখন ৩২ বছর। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলে তাঁর সময়টাও ভালো যাচ্ছিলো না। অবসরের উপযুক্ত সময়ই বলা চলে। যদিও ফ্রান্স ফুটবল ফেডারেশনকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানি অঁরি।  

জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই অভিষেক হয়েছিলো অঁরির।

১২৩টি আন্তর্জাতিক ম্যাচে ৫১টি গোলটি পাওয়া ফ্রান্স তারকা বলেন,“ডেভিড বেকহামকে অনুসরণ করছি না। এ ধরনের মানসিকতাও নেই। ”

বলেন,“আমি চুক্তির বিষয়ে সতর্ক। এই সংস্থার হয়ে নিজের সেরাটা উজার করেই খেলব। ’

বাংলাদেশ সময়: ২২১২ ঘন্টা, জুলাই ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।