ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের প্রথম একদিনের ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১
শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের প্রথম একদিনের ম্যাচ পরিত্যক্ত

কলম্বো: বৃষ্টিতে ভেসে গেছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম একদিনের ম্যাচ। প্রতিকূল আবহাওয়ার জন্য নির্ধারিত তিন ম্যাচের সিরিজটি গত বছর হয়নি।

নতুন সূচি অনুযায়ী সোমবার খেলতে নামে দুই দল। বিধিবাম, এবারও হার মানতে হলো প্রকৃতির কাছে।

সিংহলিজ স্পোর্টস কাব গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে আদ্রিয়ান বারাথের ১১৩ ও রামনরেশ সারওয়ানের ৭৫ রানের কল্যাণে পাঁচ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ।

৫১ রান খরচায় তিনটি উইকেট নেন লাসিথ মালিঙ্গা। এছাড়া একটি উইকেট নেন নুয়ান কুলাসেকারা।

তবে ব্যাট হাতে জবাব দিতে পারেনি স্বাগতিক শ্রীলঙ্কা। কেননা সফরকারীরা ব্যাটিং শেষ করার পরপরই শুরু হয় প্রবল বর্ষণ। বাধ্য হয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পয়াররা।

একই ভেন্যুতে আগামী ৩ ফেব্রুয়ারি হবে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘন্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।