ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

বিচার চেয়ে বাফুফেকে চিঠি শেখ রাসেল কোচের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

ঢাকা: বাংলাদেশ লিগের খেলায় আরামবাগের খেলোয়াড়দের হাতে শারীরিকভাবে লাঞ্চিত হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে বিচার দাবি করেছেন শেখ রাসেল ক্রীড়াচক্রের কোচ মাহমুদুল হক লিটন। রোববার এনিয়ে বাফুফেকে চিঠি দিয়েছে তিনি।

এ বিষয়ে শেখ রাসেল কোচ বাংলানিউজকে বলেন,“আমি শুধু শেখ রাসেলরই কোচ নই। আমি জাতীয় দলের সাবেক কোচও। দুই আরামবাগ খেলোয়াড় অধিনায়ক দীন মোহাম্মদ ও মোস্তফা কাবা আমাকে লাঞ্ছিত করার ঘটনাটি আমি ফুটবল ফেডারেশনকে জানিয়ে চিঠি দিয়েছি ও বিচার চেয়েছি। ”

এদিকে এ ঘটনার জন্য বাফুফে বরাবর চিঠি দিয়ে প্রতিবাদ পাঠিয়েছে বাংলাদেশ কোচেস অ্যাসোসিয়েশনও। তারা দোষীদের শাস্তি দাবি করেছেন।

অন্যদিকে সোমবার এ ব্যাপারে শেখ রাসেল ক্লাবের পক্ষ থেকে আরেকটি প্রতিবাদপত্র পাঠানো হবে বলে জানিয়েছেন ক্লাবটির সভাপতি নুরুল আলম চৌধুরী।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘন্টা, ৩০ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।