ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

কষ্টার্জিত জয়ে তৃতীয়স্থানে শেখ জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
কষ্টার্জিত জয়ে তৃতীয়স্থানে শেখ জামাল

ঢাকা: গ্রামীণফোন বাংলাদেশ লিগের ষষ্ঠ পর্বের খেলায় সকার কাব ফেনীর বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি কাব। মিডফিল্ডার মামুনুল ইসলাম মামুনের জয়সূচক গোলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে কোচ পাকির আলীর দল।



কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণে যায় শেখ জামাল। ধারাবাহিক আক্রমণে ৯ মিনিটে গোলের দেখা পায় ধানমন্ডির কাবটি। ডি বক্সের বাইরে থেকে পোস্টে শাকিলের মাইনাস ঠেকাতে গিয়ে গোলরক্ষক পিয়ারুজ্জামনা পিরুর হাত ছুঁয়ে বল চলে আসে গোললাইনের কাছেই দাঁড়ানো মামুনের কাছে। সুযোগ নষ্ট করেননি। আলতো টোকায় বল জালে পাঠিয়ে দিয়ে লিগে গোলদাতার খাতায় নাম লেখান।

৩৫ ও ৩৯ মিনিটে শাকিল আহমেদ সুযোগ নষ্ট না করলে প্রথমার্ধেই ব্যবধান বাড়াতে পারতো পাকিরের দল। অন্যদিকে প্রথমার্ধের ৩১ মিনিটে স্ট্রাইকার মাসুদুল আলম বুলবুল সফরকারীদের সমতায় ফেরার সুযোগটি নষ্ট করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য সমতায় ফেরার আরেকটি সুযোগ হারায় ফেনীর দলটি। ৪৮ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওকোই ভিক্টোরের পাসে বুলবুলের প্লেসিং শট গোল লাইন থেকে ফিস্ট করেন অভিজ্ঞ গোলরক্ষক আমিনুল। ৬২ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করে স্বাগতিকরা। তবে খেলার বাকি সময় নিশানাভেদ করতে পারেনি কোন পক্ষ।  

এ জয়ে ছয় ম্যাচে তিন জয়, দুই ড্র এবং এক হারে ১১ পয়েন্ট সংগ্রহ শেখ জামালের। সমান ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট সমান হলেও গোলব্যবধানে এগিয়ে থাকায় মুক্তিযোদ্ধা ও আবাহনীর পরেরস্থানে আছে আমিনুল ইসলাম বাহিনী। সমান খেলায় তিন ড্র’তে সকার কাবের ঘরে জমা পড়েছে তিন পয়েন্ট।

জয় পেলেও শিষ্যদের ওপর পুরোপুরি খুশি হতে পারছেন না কোচ পাকির আলী। দায়িত্ব নিয়ে টানা দুই ম্যাচেই দলকে জয় এনে দেওয়া কোচ বলেন,“স্ট্রাইকাররা গোল পাচ্ছেনা শুধু এটাতেই আমি সন্তুষ্ট হতে পারছি না। আজ খেলোয়াড়দের ভুল পাসিংও ছিলো চোখে পড়ার মতো। ”

অন্যদিকে সকার কাব কোচ আবু ইউসুফ জানান,“দল ধীরে ধীরে উন্নতি করছে। অধিকাংশ খেলোয়াড়ই তরুণ। তারা বড় দলগুলোর বিপক্ষে চাপ নিয়ে খেলে। উইংয়ে দুর্বলতা থাকায় গোলের সুযোগও তেমন আসেনি। ”

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘন্টা, ৩০ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।