ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

অস্ট্রেলিয়া ওপেনের শিরোপা ক্লাইস্টার্সের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১
অস্ট্রেলিয়া ওপেনের শিরোপা ক্লাইস্টার্সের

মেলবোর্ন: অস্ট্রেলিয়া ওপেনের শিরোপা জেতেননি এমন দুইজনই শুক্রবার মুখোমুখি হয়েছিলেন ফাইনালে। মেয়েদের এককে তিনটি গ্র্যান্ড স্লাম জিতলেও এ প্রতিযোগিতার মুকুট অধরা ছিলো কিম ক্লাইস্টার্সের কাছে।

প্রতিপক্ষ চীনের লি নাও এই প্রথম স্বপ্ন দেখছিলেন গ্র্যান্ড স্লাম জয়ের। যদিও শেষপর্যন্ত এই লড়াইয়ে বিজয়ের হাসি হাসেন ক্লাইস্টার্স।

এশিয়ান হিসেবে প্রথম প্রতিযোগিতার ফাইনালে উঠেন লি না। প্রথম সেট ৬-৩ গেমে কিম ক্লাইস্টার্সকে হারিয়ে স্বপ্ন জয়ের ইঙ্গিত দিচ্ছিলেন ২৮ বছর বয়সী লি। প্রতিপক্ষ বেলজিয়াম তারকাও অনড় ইউএসের ওপেনের বাইরে শিরোপা জিততে। শেষপর্যন্ত লি’র স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে জয় তুলে নেন ২৭ বছর বয়সী ক্লাইস্টার্স।

প্রথম সেটে হারের পর দারুণভাবে খেলায় ফেরেন ক্লাইস্টার্স। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে হারান লিকে। শেষ সেটে একই ব্যবধানে জিতে চতুর্থ গ্র্যান্ড স্লামের মুকুট মাথায় পরেন বেলজিয়াম তারকা।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।