ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বিদায় বলে দিলেন পার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১
বিদায় বলে দিলেন পার্ক

দোহা: এশিয়ান রুনি নামে পরিচিত পার্ক জি সুং বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ফুটবলকে। দক্ষিণ কোরিয়ার অধিনায়ক শুক্রবার অবসরের খবর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন।

দেশের হয়ে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩টি গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। খেলেছেন ২০০২, ২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপে। সর্বশেষ ভুভু জেলার বিশ্বকাপে কোরিয়ার নেতৃত্ব ছিলো তার কাঁধে।

২৯ বছর বয়সী পার্কের সঙ্গে এদিন অবসরের ঘোষণা দিয়েছেন সতীর্থ লি ইয়াংও। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও দুইজনই খেলবেন কাব ফুটবলে।

ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানইউয়ের হয়ে খেলবেন পার্ক। স্বদেশী লির ঠিকানা সৌদি আরবের আল-হিলাল ক্লাব।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।