ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

শচীনের নামে সড়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১
শচীনের নামে সড়ক

গোয়ালিওর: একদিনের ক্রিকেটে শচীন টেন্ডুলকারের দ্বিশতককে স্মরণীয় করে রাখতে ভারতের মধ্যপ্রদেশের একটি সড়কের নামকরণ করা হলো লিটল মাস্টারের নামে। শুক্রবার সাড়ে তিন কিলিমিটার দীর্ঘ এই সড়কের উদ্বোধন করা হয়।

চার স্তর বিশিষ্ট রাস্তাটি মধ্যপ্রদেশের উচ্চ আদালতের গোয়ালিওর বেঞ্চ থেকে হুরাভলি গ্রাম পর্যন্ত বিস্তৃত। সড়কটি নির্মাণে খরচ হয়েছে প্রায় তিন কোটি ভারতীয় রূপি।

উল্লেখ্য, ২০১০সালের ২৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে দ্বিশতক হাঁকানোর রেকর্ড গড়েন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। ম্যাচটি হয়েছিলো এই গোয়ালিওর শহরেই।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘন্টা, জানুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।