bangla news

এন্টিগায় ভিভের মূর্তি উন্মোচন

91 |
আপডেট: ২০১৪-০৩-০১ ৮:১৫:০০ এএম

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও এন্টিগার জাতীয় বীর স্যার ভিভিয়ান রিচার্ডসের মূর্তি উন্মোচন করা হলো। সাবেক ক্রিকেটার ও উচ্চপদস্থ ব্যক্তিদের উপস্থিতিতে এই উন্মোচন পর্ব সারা হয়।

এন্টিগা: ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও এন্টিগার জাতীয় বীর স্যার ভিভিয়ান রিচার্ডসের মূর্তি উন্মোচন করা হলো। সাবেক ক্রিকেটার ও উচ্চপদস্থ ব্যক্তিদের উপস্থিতিতে এই উন্মোচন পর্ব সারা হয়।

বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের মূর্তি উন্মোচিত হয় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। কর্মকর্তারা জানান, পর্যটকদের আকর্ষণের জন্য এটি রাখা হবে এই ভেন্যুতেই।

এন্টিগা প্রধানমন্ত্রী বালডউইন স্পেন্সার জানান, তার সরকারী মেয়াদে ভিভের মতো ব্যক্তিকে এই সম্মান জানানো হলো বলে খুবই উচ্ছ্বসিত তিনি,‘প্রধানমন্ত্রী হয়ে এই মানুষকে সম্মান জানাতে পেরে আমি রোমাঞ্চিত। কিং ভিভের সঙ্গে তুলনার করলে আমি এন্টিগার অতি সাধারণ একজন নাগরিক। তাকে পেয়ে আমরা সবাই গর্বিত।’

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ১ মার্চ ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-03-01 08:15:00