ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

বিদায় ওজনিয়াকির, ফাইনালে ক্লাইস্টার্স-লি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১
বিদায় ওজনিয়াকির, ফাইনালে ক্লাইস্টার্স-লি

মেলবোর্ন: নিন্দুকদের সমালোচনার জবাব দিতে পারলেন না বিশ্বসেরা ক্যারোলিন ওজনিয়াকি। অস্ট্রেলিয়া ওপেন থেকে বিদায় নিলেন চীনের লি নার কাছে হেরে।

বৃহস্পতিবার সেমিফাইনালে ক্যারোলিন ওজনিয়কি জয়ের ইঙ্গিত দিচ্ছিলেন। প্রথম সেটে ৬-৩ গেমে জিতে ফাইনালের পথে এগোচ্ছিলেন। তবে হোঁচট খান পরের সেটে ৭-৫ গেমে হেরে।

লি শুধু ঘুরে দাঁড়াননি, ওজনিয়াকির স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছেন। তৃতীয় সেটে ৬-৩ গেমে জিতে প্রথম এশিয়ান হিসেবে নিশ্চিত করেন অস্ট্রেলিয়া তথা গ্র্যান্ড স্লামের ফাইনাল। লি’র উত্থানের মধ্যদিয়ে এবারও অধরা থেকে গেলো ওজনিয়াকির গ্র্যন্ড স্লাম জয়ের সম্ভাবনা।

শিরোপার জন্য লিকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। কেননা ফাইনালে তার প্রতিপক্ষ কিম ক্লাইস্টার্স। বেলজিয়ান তারকা ক্লাইস্টার্স ৬-৩ ও ৬-৩ গেমে হারান র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা ভেরা ভনারেভাকে।

রোববার হবে মেয়েদের এককের ফাইনাল।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘন্টা, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।