ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

টাঙ্গাইলে ক্যাচ বাংলাদেশ ক্যাচ রোড শো

তপু আহমেদ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

টাঙ্গাইল: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর রোড শো ক্যাচ বাংলাদেশ ক্যাচ এখন টাঙ্গাইলে অবস্থান করছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় রোড শোটি টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে এসে পৌঁছায়।

এরপর টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিার্থীদের অংশগ্রহণে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক পদশণি শেষে আবার স্টেডিয়ামে এসে শেষ হয়।

র‌্যালি শেষে আয়োজিত এক অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

রোড শো প্রসঙ্গে ক্যাচ বাংলাদেশ ক্যাচ প্রকল্পের প্রধান মো. মশিউর রহমান বাংলানিউজকে জানান, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর আয়োজক দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশে বিশ্বকাপের মতো একটি বড় আসর আয়োজনে দেশব্যাপী গণজাগরণ সৃষ্টির জন্যই ক্যাচ বাংলাদেশ ক্যাপ রোড শো-র আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।