ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

সেমিফাইনালে ফেদেরার ও ওজনিয়াকি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১
সেমিফাইনালে ফেদেরার ও ওজনিয়াকি

মেলবোর্ন: দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন রজার ফেদেরার। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে স্তানিসলাস ওয়ারিঙ্কাকে হারানোর মধ্যদিয়ে টানা আটবার উঠলেন অস্ট্রেলিয়া ওপেনের শীর্ষ চারে।

এদিকে মেয়েদের বিভাগে সেমিফাইনাল নিশ্চিত করেছেন বিশ্বসেরা ক্যারোলিন ওজনিয়াকি।

টুর্নামেন্টের পাঁচটি শিরোপা জেতা রজার ফেদেরারের চেয়ে এগিয়ে আছেন শুধু রয় এমারসন। রয়ের শোকেসে শোভা পাচ্ছে ছয়টি ট্রফি। তাই রেকর্ড গড়তে মরিয়া ফেদেরার ছাড় দেননি স্বদেশী ওয়ারিঙ্কাকে।

এক ঘন্টা ৪৭ মিনিটের লড়াইয়ে প্রথম সেটে ৬-১ গেমে জেতেন সুইজ তারকা। পরের সেটে জয় তুলে নেন ৬-৩ গেমে। তৃতীয় সেটে একই ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার।

ফাইনালে উঠার লড়াইয়ে ফেদেরার মুখোমুখি হবেন সার্বিয়ার নোভাক দকোভিচের। দকোভিচ ৬-১, ৭-৬ ও ৬-১ গেমে হারান চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচকে।

মেয়েদের এককে সেমিফাইনালে শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকির প্রতিপক্ষ চীনের লা নি।

ওজনিয়াকি ৩-৬, ৬-৩ ও ৬-৩ গেমে ইতালির ফ্রান্সেস্কা শিয়াভোনকে পরাজিত করে শীর্ষ চারের টিকিট পেয়েছেন। লা নি ৬-২, ৬-৪ গেমে হারান জার্মানির আন্দ্রে পেতকোভিককে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।