ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ইউসুফের মারকুটে মেজাজের গুরু শেবাগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১
ইউসুফের মারকুটে মেজাজের গুরু শেবাগ

বেঙ্গালরু: ব্যাট হাতে অল-রাউন্ডার ইউসুফ পাঠান কতোটা ভয়ঙ্কর প্রতিপক্ষ বোলাররা তা হারে হারে জানে। ভারতের ব্যাটিং ভরসা হয়ে উঠা এই ব্যাটসম্যান তার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য গুরু মানেন বীরেন্দ্র শেবাগকে।



দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের হয়ে দারুণ খেলেছেন ইউসুফ। যদিও ওয়ানডের সিরিজটি ৩-২ এ হেরেছে মহেন্দ্র সিং ধোনির দল। তবে সিরিজে দুটি শতক হাঁকিয়ে দলে নিজের জায়গা পাকিপাকি করে ফেলেছেন।

নিজের ব্যাটিংয়ের এই ধার সম্পর্কে মিড ডে পত্রিকাকে এক সাক্ষাৎকারে তিনি বলেন,“আমার অনুপ্রেরণা শচীন টেন্ডুলকার। তবে মারকুটে ব্যাটিংয়ের মেজাজটা পেয়েছি শেবাগের কাছ থেকে। ”

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।