ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

উস্টারশায়ারে চুক্তিবদ্ধ হলেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১

ঢাকা: ইংলিশ কাউন্টি ক্রিকেটের দল উস্টারশায়ারের সঙ্গে ফের চুক্তি বদ্ধ হলেন সাকিব আল হাসান। অবশ্য এবার মৌসুমের পুরো সময়টা অলরাউন্ডারকে পাচ্ছে না ইংলিশ কাবটি।

জুন-জুলাইয়ে সাত সপ্তাহের জন্য চুক্তি করেছেন সাকিব।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উস্টারশারায় জানায়, টি-টোয়েন্টি লিগে সময় দিতে পারবেন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার। সুযোগ পেলে দু’একটি চারদিনের ম্যাচও খেলতে পারেন বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশের আন্তর্জাতিক ব্যাস্ত সূচির মধ্যেও শীর্ষ অলরাউন্ডারকে পেয়ে খুশি কাব কর্তৃপক্ষ। ক্লাবের পরিচালক স্টেভ রোডস বলেন,“সাকিব এখনো বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। তাকে সীমিত সময়ের জন্য পেলেও আমরা খুশি। ”

২০১০ সালে এই উস্টারশায়ারেই খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। তখন আট ম্যাচ খেলে ৩৫ উইকেট শিকার করেন। এক ইনিংসে ৭২ রান খরচায় সাত উইকেট নেওয়ারও কৃতিত্ব দেখান বাঁহাতি এই অলরাউন্ডার। বলতে গেলে সাকিবের বোলিংয়ে ভর করে দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে উন্নিত হয় উস্টারশায়ার।

সাকিব প্রতিক্রিয়ায় বলেন,“উস্টারশায়ারে খেলে অনেক পেশাদার হতে শিখেছি। হয়তো ভালো খেলোয়াড় হতেও সাহায্য করেছে। ”

বাংলাদেশ সময়: ২২১০ ঘন্টা, জানুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।