ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১
বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া শুরু

ঢাকা: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া শুরু হয়েছে রোববার আর্মি স্টেডিয়ামে। ১৭ ফেব্রুয়ারি মূল অনুষ্ঠান শুরুর আগপর্যন্ত চলবে এই মহড়া।

বিশ্বকাপ স্থানীয় আয়োজক কমিটি (এলওসি) থেকে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ, ভারত এবং শ্রীলংকার দক্ষ কোরিওগ্রাফারদের সমন্বয়ে গঠিত একটি দল তিন দেশের সংস্কৃতি বিশ্বে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।

দেশের ৩১টি স্কুলের মধ্য থেকে বিশেষ অডিশনের মাধ্যমে ১২টি স্কুলের নির্বাচিত শিক্ষার্থীরা এই প্রস্তুতিতে অংশ নিচ্ছে।

১০ ফেব্রুয়ারি হতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের চুড়ান্ত মহড়া শুরু হবে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘন্টা, জানুয়ারি, ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।