ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

সাকিবই ওয়ানডের শীর্ষ অল-রাউন্ডার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০
সাকিবই ওয়ানডের শীর্ষ অল-রাউন্ডার

ঢাকা: র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছেন অল-রাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ড সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র সর্বশেষ মূল্যায়নে ৩৯০ স্কোর নিয়ে ওয়ানডে অলরাউন্ডারের জায়গা পোক্ত করেন জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক।


আইসিসি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ২০০৯ সালে দীর্ঘ্য সময় ওয়ানডে অল-রাউন্ডার হিসেবে আইসিসি র‌্যাঙ্কিংয়ে আধিপত্য দেখিয়েছেন। আগের বছর সর্বোচ্চ ৪৫৪ স্কোর তুলেছিলেন বাঁহাতি স্পিন অল-রাউন্ডার।


৩৮২ স্কোর নিয়ে সাকিবের পরেই আছেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। শীর্ষ পাঁচের অন্য তিন অল-রাউন্ডার হলেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।


বোলার হিসেবেও বাংলাদেশ সহ-অধিনায়কের অবস্থান আকর্ষণীয়। ৬৯৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব। শীর্ষে আছেন কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। যদিও সাকিবের সঙ্গে ভেট্টরির পয়েন্ট ব্যবধান অনেক। তাঁর সংগ্রহ ৭৬১ পয়েন্ট।    


ওয়েনডে বোলার হিসেবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ২০ জনের মধ্যে জায়গা না পেলেও দারুণভাবে ফিরে এসেছেন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ৫ উইকেট তুলে নেওয়ায় আইসিসির মূল্যায়নে মাশরাফি এখন ২৬তম স্থানে। আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিংটা ভালো হলে দ্রুতই র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাবেন বাংলাদেশ অধিনায়ক।


এক্ষেত্রে সহ-অধিনায়ক সাকিবের শীর্ষ স্থান পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সিরিজে বোলিং ধারাবাহিকতা দেখাতে পারলে ভেট্টরিকে পেছন থেকে ধাক্কা দেওয়া সহজ হবে তাঁর জন্য।


এদিকে ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এক নম্বর জায়াগটি ধরে রেখেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘন্টা, জুলাই ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।