ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

টানা তৃতীয় জয় অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১
টানা তৃতীয় জয় অস্ট্রেলিয়ার

সিডনি: ইংলিশদের ওপর দিয়ে ঝড় বয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া। একের পর এক জিতে নিচ্ছে একদিনের ক্রিকেট ম্যাচ।

রোববার সিরিজের তৃতীয় ম্যাচটিও জিতে নিয়েছে স্বাগতিক অসি বাহিনী। সফরকারী ইংল্যান্ডকে চার উইকেটে হারায় তারা।  

ইংল্যান্ড: ২১৪ (৪৮ ওভার)
অস্ট্রেলিয়া: ২১৫ (৪৬ ওভার)
ফল: অস্ট্রেলিয়া চার উইকেটে জয়ী

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই তোপের মুখে পড়ে ইংল্যান্ড। প্রথম ওভারে ব্যক্তিগত শূন্য রানে ব্রেট লির এলবিডব্লু’র ফাঁদে পড়েন ম্যাট প্রায়র। দলের ৩৮ রানে রানআউট হয়ে সাজঘরে ফেরেন অ্যান্ড্রু স্ট্রাউস (২৩)।

তবে জোনাথন ট্রটের অপরাজিত ৮৪, লুক রাইটের ৩২ ও ইয়ন মর্গানের ৩০ রানের কল্যানে লড়াইয়ের পুঁজি পায় ইংলিশরা।

২৭ রানে তিন উইকেট নেন ব্রেট লি। এছাড়া দুটি উইকেট নেন জাভিয়ের ডোহার্টি।

জবাবে ব্যাট করতে নেমে ডেভিড হাসির হারা না মানা ৬৮ ও ব্রাড হাডিনের ৫৪ রানে, ছয় উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া। তখনো বাকি ছিলো ২৪ বল।

দুটি করে উইকেট নেন পল কলিংউড ও ক্রিস ট্রেমলেট। এজন্য কলিংউড দেন ২৫ আর ট্রেমলেট খরচ করেন ৫০।

ম্যাচ সেরা হন ব্রেট লি।

সাত ম্যাচ সিরিজে ৩-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘন্টা, জানুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।