ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

মেসি-পেদ্রো-ইনিয়েস্তায় বার্সার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১
মেসি-পেদ্রো-ইনিয়েস্তায় বার্সার জয়

মাদ্রিদ: স্প্যানিশ লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে তালিকার একনম্বর দল বার্সেলোনা। শনিবার পেপ গার্দিওলার শীষ্যরা ৩-০ গোলে উড়িয়ে দেয় রেসিং সান্তান্দারকে।

এ সপ্তাহের মাঝামাঝি কিংস কাপের কোয়ার্টার ফাইনালের ফিরতি ম্যাচে রিয়াল বেটিসের কাছে ৩-১ গোলে হেরেছে বার্সা। তবে গোল ব্যবধানে (৬-৩) এগিয়ে থাকায় সেমিফাইনালে ওঠে যায় চ্যাম্পিয়নরা।

অবশ্য লিগের খেলায় বেটিসের কাছে হারের কোন প্রভাব পড়েনি মেসিদের ওপর। বরং লা লিগায় টানা ১৪ জয় তুলে নিয়েছে কাতালানরা।

ন্যু কাম্পে দুই মিনিটে লিওনেল মেসির পাস থেকে নিশানাভেদ করেন পেদ্রো রদ্রিগেজ। ৩৩ মিনিটে পেনাল্টি পায় বার্সা। স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

৫৬ মিনিটে তৃতীয়বারের মতো প্রতিপক্ষের জালে বল পাঠান আন্দ্রেস ইনিয়েস্তা। এই গোলের যোগানদাতা ছিলেন পেদ্রো। তবে ভিয়া, আদ্রিয়ানো ও কার্লেস পুয়োল বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় পরে ব্যবধান বাড়াতে পারেনি বার্সা।

অন্যদিকে সেভিয়া ৪-১ গোলে লেভান্তেকে এবং ভ্যালেন্সিয়া ৪-৩ ব্যবধানে হারায় মালাগাকে।

২০ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আসন নিয়েছে বার্সা। এক ম্যাচ কম খেলে ৪৮ পয়েন্ট নিয়ে পরের স্থানে কোচ হোসে মরিনহোর দল রিয়াল মাদ্রিদ। এছাড়া ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভ্যালেন্সিয়া (২০ ম্যাচ)।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘন্টা, জানুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।