ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

হেরেও সেমিতে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১
হেরেও সেমিতে বার্সা

মাদ্রিদ: উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে এনেছে পুঁচকে রিয়াল বেটিস। বুধবার কিংস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে তারা ৩-১ গোলে হারিয়েছে টানা ২৮ ম্যাচ অপরাজিত কাতানালদের।

অবশ্য হারলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ঠিকই সেমিফাইনালে নিশ্চিত করে নিয়েছে পেপ গার্দিওলার দল।

গত সেপ্টেম্বরে ন্যু কাম্পে স্প্যানিশ লিগে হারকিউলেসের কাছে ২-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর প্রায় ছয় মাস কোন ম্যাচে হারেনি বার্সা। অবশেষে লিওনেল মেসিদের সেই জয়রথ থামিয়ে দিয়েছে দ্বিতীয় সারির শীর্ষ দল বেটিস।

প্রথম লেগে বার্সেলোনা ৫-০ গোলে হারায় রিয়াল বেটিসকে। তবে ফিরতি লেগে জবাবটা ভালোই দিয়েছে দলটি। পেপ গার্দিওলার ৪০তম জন্মদিন উদযাপনের একদিন পরই ৩-১ গোলে মৌসুমের প্রথম হারের স্বাদ নিতে হয় সফরকারীদের। তবে দুই লেগ মিলে গোল ব্যবধানে (৬-৩ ) এগিয়ে থাকায় শীর্ষ চারে জায়গা পেতে অসুবিধা হয়নি ২৫ বারের চ্যাম্পিয়নদের।

বেটিসের মাঠে খেলা শুরুর দুই মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন জর্জ মোলিনা। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। পরপর দুই গোল হজম করে খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বার্সা। ৩৮ মিনিটে একটি গোল শোধ করেন লিওনেল মেসি। এনিয়ে সব ধরণের ফুটবলে মেসির গোল সংখ্যা ৩২টি।

ম্যাচে ফিরতে মরিয়া বার্সা আবারও পিছিয়ে পড়ে ৪৫ মিনিটে। সফরকারীদের জালে তৃতীয়বারের মতো বল পাঠান আর্জু। প্রথমার্ধে ৩-১ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মেসি, জাভি আর পিকেরা।

বিরতির পর আর গোল করতে পারেনি কোন পক্ষ। তবে ৫৪ মিনিটে বার্সাকে গোল বঞ্চিত করেন মেসি। পেনাল্টি থেকে মেসির শট চলে যায় গোলপোস্টের ওপর দিয়ে।

সেমিফাইনালে বার্সার প্রতিপক্ষ আলমেরিয়া। এছাড়া অপর সেমিতে সেভিয়া খেলবে রিয়াল মাদ্রিদ বা অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে নির্ধারিত হবে সেভিয়ার প্রতিপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘন্টা, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।