ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ভেস্তে গেলো অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১

ঢাকা: শেখ রাসেল ক্রীড়া চক্র তাদের দলের ছয় ফুটবলারকে মাঠে না পাঠানোয় ভেস্তে গেলো অনূর্ধ্ব- ২৩ দলের জন্য বাছাইকৃত ফুটবলারদের অনুশীলন ম্যাচ।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নির্ধারিত সময়ে অন্য দলগুলো-ঢাকা মাহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ, শেখ জামাল ধানমন্ডি কাব, ফরাশগঞ্জ, রহমতগঞ্জ, ফেনী সকার কাব, ব্রাদার্স ইউনিয়ন এবং চট্টগ্রাম আবাহনীর ২২ জন খেলোয়াড় জাতীয় দলের প্রধান কোচ রুবচিচের কাছে রিপোর্ট করেন।



কিন্তু মাঠে যাননি হননি শেখ রাসেল ক্রীড়া চক্রের ছয় খেলোয়াড় মোহাম্মদ ইফসুফ, উত্তম বণিক, ওয়াহিদ আহমেদ নাইমুর রহমান শাহেদ, মাহফুজুর রহমান বাবু  ও মোনায়েম খান রাজু। ফলে রিজার্ভ বেঞ্চে যথেষ্ট খেলোয়াড় না থাকায় প্রস্ততি ম্যাচটি বাতিল করা হয়।

আগামী মাসে অলিম্পিক প্রাক-বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ। সে লক্ষ্যেই দল গঠনের জন্য প্রধান কোচ রবার্ট রুবচিচ ২৮ জন ফুটবলারকে বুধবার অনুশীলন ম্যাচে ডেকেছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘন্টা, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।