ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বকাপে বর্তমান দলেই আস্থা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১
বিশ্বকাপে বর্তমান দলেই আস্থা নিউজিল্যান্ডের

ওয়েলিংটন: গত ১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে হেরেছে নিউজিল্যান্ড দল। এর মধ্যে ভারত ও বাংলাদেশের বিপক্ষে সিরিজে ধবল ধোলাইয়ের শিকার হয়েছে।

তবু বর্তমান দলে আস্থা রেখেই বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।

বুধবার প্রধান নির্বাচক মার্ক গ্রেটব্যাচ ড্যানিয়েল ভেট্টরিকে অধিনায়ক রেখেই বিশ্বকাপ দলের ঘোষণা দেন। যেখানে ঠাঁই হয়নি অভিজ্ঞ বোলার ড্যারেল টাফির।

অন্যদিকে চোট সত্ত্বেও দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার জ্যাকব ওরাম। আর ওয়েলিংটনে ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া পারফর্মেন্সের সুবাদে বিশ্বকাপে অভিষেকের সুযোগ পেয়েছেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার লিউক উডকক।

ভারত সফরে বাজে পারফর্মেন্স সত্ত্বেও দলে আছেন জেমি হাউ। ব্যাটিংয়ের পাশাপাশি নিয়মিত উইকেট কিপার ব্রেন্ডন ম্যাককুলামের সহযোগী হিসেবে হাতে রাখা হয়েছে তাকে।

নিউজিল্যান্ড স্কোয়াড: ড্যানিয়েল ভেট্টরি (অধিনায়ক), হামিশ বেনেথ, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গুপটিল, জেমি হাউ, ব্রেন্ডন ম্যাককুলাম, নাথান ম্যাককুলাম, কাইল মিলস, জ্যাকব ওরাম, জেস রাইডার, টিম সাউদি, স্কট স্টাইরিশ, রস টেইলর, কেন উইলিয়ামসন ও লিউক উডকক।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘন্টা, জানুয়ারি ১৯, ২০১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।