ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

টানা জয়ে সিরিজে এগিয়ে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১
টানা জয়ে সিরিজে এগিয়ে ভারত

কেপ টাউন: ইউসুফ পাঠানের ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে দুই উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে সফরকারীরা।



ভারত ইনিংস: ২২৩/৮ (৪৮.২ ওভার)
দক্ষিণ আফ্রিকা ইনিংস: ২২০ (৪৯.২)

নিউল্যান্ডসে টস জিতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের মারাত্বক বোলিংয়ে ২২০ রানেই গুটিয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ইনিংস।

অভিষেক ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন ফ্রাঙ্কোইস ডু প্লেসিস। এছাড়া  জেপি ডুমিনি ৫২ ও গ্রায়েম স্মিথ ৪৩ রান করেন।

৪৩ রানে তিন উইকেট নিয়ে দলের সবচে সফল বোলার জহির খান। এছাড়া মুনাফ প্যাটেল ও হরভাজন সিং দুটি করে উইকেট নেন।    

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। ব্যক্তিগত ১ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়কে ফিরিয়ে দেন ডেল স্টেইন। দলীয় ৯৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে সফরকারীরা।

তবে ইউসুফ পাঠানের ৫০ বলে ৫৯ রানের ইনিংসের সুবাদে ১০ বল বাকী থাকতেই লক্ষ্যে পৌঁছায় ভারত। এছাড়া সুরেশ রায়না ৩৭, ভিরাট কোহলি ২৮ রান এবং উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা ও হরভাজন প্রত্যেকের ব্যাট থেকে ২৩ রান করে তোলেন।

মর্নে মর্কেল ২৮ রান খরচে তিন উইকেট শিকার করেন। এছাড়া দুটি উইকেট নেন স্টেইন।

ম্যাচ সেরা বিবেচিত হন ইউসুফ পাঠান।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘন্টা, ১৯ জানুয়ারী, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।