ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

সম্বর্ধনা পেলো ডাচ দলও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০

আমস্টারডাম: তৃতীয়বারের মতো ফাইনালেও উঠেও শিরোপা জিততে না পারার দু:খ তাড়িয়ে বেড়াচ্ছে ডাচদের। তাই বলে ৩২ বছর পর ফাইনালে খেলার কৃতিত্বটাও কম নয়।

সে অনুভূতি থেকেই মঙ্গলবার জাতীয় ফুটবল দলকে বীরের সম্বর্ধনা দিয়েছে আমস্টারডামের মানুষ।

লাখো জনতা কমলা রংয়ের পোষাক পরে এবং ভুভুজেলা বাঁশি বাজিয়ে স্বাগত জানায় রানার্সআপ দলকে। সাদামাটা টি শাট ও শর্টস পরেই কোচ বার্ট ফন মারউইকের দল হাজির হয়েছিলো সম্বর্ধনাস্থলে। পতাকা উড়িয়ে নেচে গেয়ে এবং হল্যান্ড, হল্যান্ড চিৎকার তুলে পরিবেশকে উৎসবমুখর করে তোলে।

শহরের কেন্দ্রস্থলে সাত কিলোমিটার দৈর্ঘ্যরে খালে কমলা রংয়ে সজ্জিত বিশেষ নৌযানে চড়ে শহর প্রদক্ষিণ করেন নেদারল্যান্ডসের খেলোয়াড়রা।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘন্টা, জুলাই ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।