ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

মুরালির অ্যাকশনে সমস্যা ছিলো না: ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০
মুরালির অ্যাকশনে সমস্যা ছিলো না: ওয়ার্ন

মেলবোর্ন: টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর আগে শেন ওয়ার্নের প্রশংসা পেলেন শ্রীলঙ্কান অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। ওয়ার্নের দৃষ্টিতে কখনোই চাকার ছিলেন না এ স্পিন উজার্ড।



দ্য হেরাল্ড সানকে এক সাক্ষাৎকারে ওয়ার্ন বলেন,“মুরালির বোলিং নিয়ে বিজ্ঞান সম্মতভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আমি সব সময়ই ভেবেছি ওর অ্যাকশনটা বৈধ। ”

তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন,“যে প্রক্রিয়ায় মুরালি বোলিং করে তা নিয়ে আমি চিন্তিত। কারণ তরুণরা তাঁর বোলিং অনুকরণ করতে গিয়ে বিপদের মুখে পড়তে পারে। সেটা অবৈধ বোলিং হয়ে যেতে পারে। ”

মুরালির অবসরের মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেট হারাবে একজন কীর্তি বোলারকে উল্লেখ করে তিনি বলেন, মুরালি বোলিং করতে যেমন ভালোবাসে। তেমনি পছন্দ করেন চ্যালেঞ্জ নিতেও।

টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারি মুরালি ১৯২ টেস্টে নিয়েছেন ৭৯২টি উইকেট।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘন্টা, জুলাই ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।