ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

হকির কোচ আসছে ২২ জানুয়ারি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১

ঢাকা: গেরহার্ড পিটারের সঙ্গে ফেডারেশনের চুক্তি শেষ হওয়ার পর থেকে নতুন কোচ খুঁজছিলো বাংলাদেশ। ফেডারেশনের ডাকে সারা দিয়ে ২২ জানুয়ারি ঢাকা আসছেন ভারতীয় কোচ অজয় বানসাল।

ফেডারেশনের সহ-সভাপতি ও হকি ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান কেএমআর মঞ্জুর জানান, ভারতীয় কোচের সঙ্গে আলোচনা সফল হলে এক বছরের জন্য তাকে কোচ হিসেবে দায়িত্ব দেবে ফেডারেশন।

তিনি জানান, চারটি দলকে নিয়ে কাজ করবেন অজয় বানসাল। মূলত অনূর্ধ্ব-১৬, ১৮, ২০ ও অনুর্ধ্ব ২২ দলের প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন। এছাড়া প্রয়োজনে জাতীয় দলকেও বানসালের হাতে তুলে দেওয়া হতে পারে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘন্টা, জানুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।