ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ফেব্রুয়ারীতে শুরু জাতীয় টেনিস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১

ঢাকা: ফেব্রুয়ারিতে মাঠে গড়াচ্ছে সনি-র‌্যাংগস জাতীয় টেনিস প্রতিযোগিতা। বালক একক, বালিকা একক ও মিনি টেনিস ইভেন্ট এবং এবং পুরুষ ও মহিলা একক ও দ্বৈতের প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নেবেন।

রমনা জাতীয় টেনিস কমপেক্সে প্রতিযোগিতায় মোট এক লাখ তিরাশি হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হবে।

পুরুষ একক চ্যাম্পিয়নকে ত্রিশ হাজার টাকা ও মহিলা একক চ্যাম্পিয়নকে পনের হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হবে। সবগুলো খেলাই হবে তিন সেটের টাই ব্রেকের ভিত্তিতে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী খেলোয়াড়কে অবশ্যই বাংলাদেশ টেনিস ফেডারেশন (বিটিএফ)’র নিবন্ধন থাকতে হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘন্টা, ১৯৩০ ঘন্টা, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।