ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

তৃতীয়দিনে অক্ষত নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১
তৃতীয়দিনে অক্ষত নিউজিল্যান্ড

ওয়েলিংটন: পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে কোন উইকেট না হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯। পিছিয়ে আছে ১১ রানে।

সোমবার ব্রেন্ডন ম্যাককালাম ৬ ও মার্টিন গুপটিল ১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

নিউজিল্যান্ড: দ্বিতীয় ইনিংস: ৯ (৫ ওভার), প্রথম ইনিংস: ৩৫৬
পাকিস্তান: প্রথম ইনিংস: ৩৭৬

আগের দিনের দুই উইকেটে ১৩৪ রানে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে পাকিস্তান গুটিয়ে যায় ৩৭৬ রানে। অধিনায়ক মিসবাহ উল হক ৯৯, ইউনুস খান ৭৩, তৌফিক ওমর ৭০ ও আজহার আলী করেন ৬৭।

চারটি করে উইকেট নেন ক্রিস মার্টিন ও ড্যানিয়েল ভেট্টোরি। এজন্য মার্টিন দেন ৯১ আর ভেট্টোরি খরচ করেন ১০০ রান। এছাড়া দুটি উইকেট নেন টিম সাউদি।

অবশ্য শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯ রান তুলে দিনের খেলা করেন গুপটিল ও ম্যাককালাম। প্রথম ইনিংসে কিউরা অল-আউট হয় ৩৫৬ রানে।

দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘন্টা, জানুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।