ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

সব দোষ ভুভুজেলার: মেলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০
সব দোষ ভুভুজেলার: মেলো

রিও ডি জেনেরিও: বিশ্বকাপের স্মৃতি খুব বেশি সুখকর নয় ব্রাজিলের মিডফিল্ডার ফেলিপ মেলোর। নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে কোয়ার্টারফাইনাল থেকেই বিদায় নেয় তাঁর দল।


খেলায় মেলোর সামান্য ভুলে একটি আত্মঘাতী গোল হজম করতে হয় ব্রাজিলকে। এজন্য অবশ্য তিনি দায়ী করেছেন ভুভুজেলাকে।


ভিয়া ফুটবল ইতালিয়াকে এক সাক্ষাৎকারে তিনি বলেন,“হুলিও সিজার আমাকে পেছন থেকে ডাক দিয়েছিলেন। কিন্তু ভুভুজেলার বিকট আওয়াজের কারণে সেটা শুনতে পাইনি। ”


তাঁর ভুলেই দল বিদায় নেয় বিশ্বকাপ থেকে। এধরনের অভিযোগ একতরফা বলে ফেলো আক্ষেপের সুরে বলেন,“কোনভাবেই বলির পাঠা হতে চাই না। মনে হচ্ছে সব খারাপ কাজ গুলো আমি একা করেছি। আগের ম্যাচের পারফরমেন্সের কথা কেউ বিবেচনা করছে না। ”


বলেন,“জানি দলের হারের জন্য আমাকে দায়ী করা হচ্ছে। তবে আমি নিজেকে উজার করে খেলেছি। ”
দুঃস্মৃতি ভুলে এগিয়ে যেতে চান মেলো। তিনি জানান, ইতালির কাব জুভেন্টাসে ফিরে সবকিছু নতুন করে সাজাবেন।


বাংলাদেশ সময়: ১৮০২ ঘন্টা, জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।