ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

হাসি মুখে মাঠ ছাড়তে চান সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১
হাসি মুখে মাঠ ছাড়তে চান সাকিব

ঢাকা: আবাহনী-মোহামেডান দ্বৈরথ মানেই উত্তেজনা। প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলার আগের দিন থেকেই উত্তেজনার হাওয়া লেগেছে ঢাকার ক্রীড়াঙ্গনে।

মাঠের লড়াইয়ের চেয়ে টেবিলের আলোচনা হয়েছে বেশি।

তবে সব উবে যেতে পারে ময়দানী লড়াইয়ে। গঠনতন্ত্র সংশোধনের প্রতিবাদ ব্যাটে-বলে দিতে পারেন সাকিব, তামিমরা। লিগের সর্বোচ্চ পয়েন্ট নিয়ে রোববার রানার্সআপ আবাহনীর মুখোমুখি হবে চ্যাম্পিয়ন সাদাকালো শিবির। সেখানে জয়ের অপার সম্ভাবনা বেশি মোহামেডানের। অধিনায়ক সাকিব আল হাসানও মনে করেন সেরাটা খেলতে পারলে আবাহনীকে হারানো সম্ভব।

মোহামেডান অধিনায়কের মতে, এই ম্যাচের জয়ী দল হবে লিগ চ্যাম্পিয়ন। তার যুক্তি,“আমরা মাত্র এক পয়েন্টে পিছিয়ে। রোববার জয় পেলে আবাহনীর চেয়ে এক পয়েন্টে এগিয়ে থাকবো। অতএব দিন শেষে যাতে হাসি মুখে মাঠ ছাড়তে পারি সবার লক্ষ্য থাকবে সেটা। ”

এদিকে আবাহনী অধিনায়ক মাহমুদউল্লাহর বিশ্বাস ভালো খেলতে পারলে মোহামেডানকে হারানো কঠিন হবে না। বলেন,“ব্যাটিং লাইনে প্রতিপক্ষ খুবই ভালো। কিন্তু বোলিংয়ে দুর্বল। আমরা বোলিং দিয়ে মোহামেডানকে আটকে দেওয়ার চেষ্টা করবো। ”

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘন্টা, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।