ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

দেশের সুনাম নষ্ট করেছে ফুটবলাররা: সারকোজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০
দেশের সুনাম নষ্ট করেছে ফুটবলাররা: সারকোজি

প্যারিস: ফ্রান্সের রাষ্ট্রপতি নিকোলা সারকোজি বলেছেন, বিশ্বকাপে ফুটবল দল দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।

টেলিভিশন সাক্ষাৎকারে সারকোজি বলেন,“দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জাতীয় দল যে ফুটবল খেলেছে, সত্যিই তা দুর্ভাগ্যজনক।

“ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,“যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাদেরকে অবশ্যই বিদায় নিতে হবে। এজন্য নিশ্চিই পুরস্কার পাবেন না। ”

প্রথম রাউন্ডের দুই খেলায় হার ও একটি ম্যাচ ড্র হওয়ায় বিদায় নেয় ফ্রান্স। এজন্য হতাশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মধ্যেও তিনি এই পরাজয়ের কারণ জানার জন্য ২৪ জুন দেখা করেন দলের সাবেক অধিনায়ক থিয়েরি অঁরির সঙ্গে।

ওই সময় দলীয় কোন্দলের জেরে বিদ্রোহ করেছিলো ফ্রান্সের খেলোয়াড়রা।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘন্টা, জুলাই ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।