ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

পাক বোলিংয়ে কোণঠাসা নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১
পাক বোলিংয়ে কোণঠাসা নিউজিল্যান্ড

ওয়েলিংটন: পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ছয় উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪৬। হাতে আছে চার উইকেট।

ড্যানিয়েল ভেট্টোরি ৩৮ ও রেস ইয়ং ২৮ রানে দিনে অপরাজিত আছেন।

নিউজিল্যান্ড: প্রথম ইনিংস: ২৪৬/৬ (৯০ ওভার)

শনিবার বেসিন রিজার্ভ মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে হোঁচট খায় নিউজিল্যান্ড। দলের ৪৬ রানের মধ্যে সাজঘরে ফেরেন দুই ব্যাটসম্যান। প্রথম ওভারে উমর গুলের এলবিডব্লুর ফাঁদে পড়েন ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম (২)। একই বোলারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন কেন উইলিয়ামসন (২১)।

পরে আউট হওয়া বাকি চার ব্যাটসম্যানও তালুবন্দি হন উইকেটরক্ষক আদনান আকমলের হাতে। পঞ্চম উইকেটে রস টেলর জুটি বাঁধেন জেমস ফ্রাঙ্কলিনের সঙ্গে। এই জুটিতে আসে ৬৮ রান। ব্যক্তিগত ৩৩ রানে আউট হন ফ্রাঙ্কলিন।

ফ্রাঙ্কলিনের বিদায় পর ধৈর্য্যচ্যুতি ঘটে রস টেলরের। দলীয় ১৮০ রানের মাথায় ক্যাচ আউট হন টেলর (৭৮)। পরে আর কোন উইকেট না হারিয়ে ৬৬ রানে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করে ভেট্টোরি ও ইয়ং জুটি।

দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘন্টা, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।