ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

রহমতগঞ্জে হোঁচট ঢাকা মোহামেডানের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১
রহমতগঞ্জে হোঁচট ঢাকা মোহামেডানের

ঢাকা: বাংলাদেশ লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে হারিয়ে প্রথম চমক দেখিয়েছিলো ফরাশগঞ্জ স্পোর্টিং। বৃহস্পতিবার টানা তিন ম্যাচ জেতা ঢাকা মোহামেডান ২-০ গোলে হেরেছে রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাবের কাছে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ৩৩ মিনিটে পিছিয়ে পড়ে মোহামেডান। নাইজেরিয়ান ফরোয়ার্ড ফেলিক্সের ঠেলে দেওয়া বলে নিশানাভেদ করেন উগান্ডার ইদ্রিস কাসরিয়ে।

গোল শোধে মরিয়া সাদা-কালোরা বেশ কয়েকবার হাঁনা দেয় প্রতিপক্ষের রক্ষণভাগে। ৪৪ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করেন লিটন। প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ফেভারিটরা।

বিরতির পর আবরোও এগিয়ে যায় রহমতগঞ্জ। ৪৯ মিনিটে ইদ্রিসের বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন ফেলিক্স। ২-০ গোলে পিছিয়ে পরে আক্রমণের ধার বাড়ায় মোহামেডান। অবশ্য গোল হজম করে কোণঠাসা মোহামেডান পরে আর খেলায় ফিরতে পারেনি।

এ জয়ে ৪ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ৭। দুটিতে জয়, একটিকে হার ও ড্র করেছে পুরনো ঢাকার দলটি। অন্যদিকে প্রথম হারে সমান ম্যাচে খেলা সাদা-কালোদের সংগ্রহ ৯ পয়েন্ট।

বড় দলের বিপক্ষে জয় পেয়ে রহমতগঞ্জের কোচ আলী আজগর নাসির,“জয় পাব এমন পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলাম। মাঠে সেটির বাস্তবায়ন ঘটিয়েছে খেলোয়াড়রা। এ মৌসুমে সেরাদের মধ্যে থাকতে চাই। ”  

এদিকে মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক দুষলেন ভাগ্যকেই,‘‘আমাদের দিনটা খারাপ ছিলো। অবশ্য দলের পারফরমেন্স ভালো ছিলো। ”

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘন্টাম, ১৪ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।