ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

২০১২ সালে অসবর নেবেন রাজ্জাক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১
২০১২ সালে অসবর নেবেন রাজ্জাক

করাচি: ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন পাকিস্তানের অল-রাউন্ডার আব্দুল রাজ্জাক।

ডেইলি এক্সপ্রেস ট্রিবিউনকে এক সাক্ষাৎকারে রাজ্জাক বলেন,“ফর্মে থাকতে থাকতেই বিদায় নিতে চাই আমি।

নিজের ফর্ম আর ফিটনেসের বিষয়টি বিবেচনা করে বলতে পারি আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোন সমস্যা হবে না। ”

১৯৯৬ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় রাজ্জাকের। এ পর্যন্ত ২৪৮টি একদিনের ম্যাচ খেলে পেয়েছেন ২৫৯ উইকেট। রান করেছেন চার হাজার ৯২১।

এর আগে ২০০৭ সালেও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ছিলেন এই অল-রাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরমেন্সের জন্য দল থেকে বাদ পড়েন। বোর্ডের এমন সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

পরে ভারতের বিদ্রোহী ক্রিকেট লিগে (আইসিএল) যোগ দিয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হন। তবে শেষপর্যন্ত সব মান অভিমানের অবসান ঘটিয়ে ২০০৯ সালে আবারো ফেরেন পাকিস্তান দলে। দারুণ বোলিং করে সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয়ে অবদান রাখেন এই অল-রাউন্ডার।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘন্টা, জানুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।