ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

‘সত্যিকারের চ্যাম্পিয়ন’ ক্যালিস: শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
‘সত্যিকারের চ্যাম্পিয়ন’ ক্যালিস: শচীন

নয়াদিল্লি: সদ্য অবসর নেওয়া দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে শ্রদ্ধা জানালেন ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার। তাকে ‘সত্যিকারের চ্যাম্পিয়ন’ বলে আখ্যায়িত করলেন লিটল মাস্টার।



গত মাসে ক্রিকেটকে বিদায় জানানো শচীন সামাজিক ওয়েবসাইটে টুইট করেছেন,‘জ্যাক ক্যালিস, চমত্কার ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তুমি সঠিক মানসিকতা নিয়ে সবসময় খেলেছ। তোমার বিপক্ষে খেলা ছিল আনন্দের। জ্যাক তুমি সত্যিকারের একজন চ্যাম্পিয়ন। আর অবসর জীবন কিন্তু খারাপ নয়। ’

ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার ক্যালিস ১৮ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন সোমবার। ডারবান টেস্টে অসাধারণ পারফরমেন্সে যতি টানলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের সিরিজ জয়ে অবদান রেখেছেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় উঠে এসেছেন তিন নম্বরে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad