ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

স্পেনের জয়, সুন্দর ফুটবলের জয়: দেল বস্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুলাই ১২, ২০১০
স্পেনের জয়, সুন্দর ফুটবলের জয়: দেল বস্ক

জোহানেসবার্গ: অবশেষে সুন্দরতম ফুটবল ঐতিহ্যের জয় হলো বিশ্বকাপে। প্রথমবারের ট্রফি জয় করে এমনটিই মনে করছেন স্পেন কোচ ফুটবল ভিসেন্ত দেল বস্ক।

 

ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ বলেন,‘‘আজ সুন্দর ফুটবল-ই পুরস্কৃত হলো। স্পেনেরই এই ট্রফিটা প্রাপ্য ছিল। সাজঘরে প্রত্যেকেই আনন্দ করেছে। এটা খেলার চাইতেও বেশি কিছু। আমরা এটা উদযাপন করবো এবং স্প্যানিশদের এই জয় উপহার দিতে পেরে সত্যিই আনন্দিত। ’’

তবে খেলায় ডাচদের শক্তিপ্রয়োগ করার নীতির মৃদু সমালোচনাও করেন বস্ক। ফাইনালে নেদারল্যান্ডসের জন হেইটিঙ্গা দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এছাড়া তাদের আরো সাত ফুটবলারকে হলুদ কার্ড দেখাতে বাধ্য হন রেফারি। ফলে এ ম্যাচে হলুদ কার্ডের ছড়াছড়ি ছিল রেকর্ড পরিমাণ। দু’দল মোট ১৩টি হলুদ ও একটি লাল কার্ড দেখে।

খেলায় কৌশলের অংশ হিসেবে নেদারল্যান্ডসের শারীরিক শক্তি প্রদর্শন সত্ত্বেও ডাচদের অভিনন্দন জানিয়েছেন দেল বস্ক।

তিনি বলেন,‘‘প্রতিপক্ষকে আমার অভিনন্দন জানানো উচিত। তারা আমাদের স্বচ্ছন্দে খেলতে দেয়নি এবং কিছু সুযোগও তৈরি করেছিলো। তবে আমার ধারণা ম্যাচে আমাদেরই প্রাধান্য ছিল। প্রতিটি জায়গাতেই আমরা তাদের চেয়ে ভাল খেলেছি। ’’

প্রতিপক্ষকে সান্ত্বনা জানিয়ে তিনি বলেন,‘‘হল্যান্ড ভালই খেলেছে। দুই দলের শক্তিও ছিল প্রায় সমান। যদিও মাঝে মাঝে রুঢ় খেলা হয়েছে কিন্তু ফুটবলে এটা হয়েই থাকে। ’’

বাংলাদেশ সময়: ২৩১১ ঘন্টা, জুলাই ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।