ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

দেশ ফিরলো ডাচরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১০
দেশ ফিরলো ডাচরা

মস্টারডাম: ফাইনালে স্পেনের কাছে হেরে বিশ্বকাপের সোনালী ট্রফিটা এবারো ধরতে পারলো না নেদারল্যান্ডস। শুধু ফাইনালিস্টের তকমা গায়ে মেখেই দেশে ফিরলো কমলা বাহিনী।



সোমবার ওয়েসলি স্লাইডার, পার্সি, রোবেনরা দেশের মাটিতে পা রাখেন। খেলোয়াড়দের বহনকারী বিমানটি এফ-১৬ ফাইটার জেটস দ্বারা আচ্ছাদিত হয়ে অবতরণ করে শিফল বিমানবন্দরে। ডাচ খেলোয়াড়দের বহনকারী খেলোয়াড়দের বিমানটি ছিলো কমলা রঙের।

খেলোয়াড়দের সঙ্গে সমর্থকের দেখা করতে দেয়নি কর্তৃপক্ষ। এমনকি সাংবাদিক ও ফটোগ্রাফারদেররা ঘিরে ধরলে সামরিক হেলিক্টারে তাদেরকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

এ ব্যাপারে বিমানবন্দরের মুখপাত্র কাথেলিন ভার্মেউলেন জানান, তাদের হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে খেলোয়াড়রা প্রিয়জনদের সঙ্গে দেখা করবেন।

মঙ্গলবার সেন্ট্রাল স্কয়ারে লাখ লাখ মানুষের উপস্থিতিতে খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া হবে।

১৯৭৪ ও ১৯৭৮ সালেও ফাইনালে হেরেছিলো নেদারল্যান্ডস।  

বাংলাদেশ সময়: ২২৫১ ঘন্টা, জুলাই ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।