ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

টি-টোয়েন্টিতেও জয় ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১
টি-টোয়েন্টিতেও জয় ইংল্যান্ডের

অ্যাডিলেইড: অ্যাসেজ টেস্টের পর টি-টোয়েন্টিতেও হার দিয়ে শুরু হলো স্বাগতিক অস্ট্রেলিয়ার। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে এক উইকেটে জিতেছে ইংল্যান্ড।



অস্ট্রেলিয়া: ১৫৭/৪ (২০ ওভার)
ইংল্যান্ড: ১৫৮/৯ (২০ ওভার)

বুধবার অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নামে ক্যামেরুন হোয়াইটের দল। উদ্বোধনী জুটিতে ৮৩ রান তোলেন ডেভিড ওয়ার্নার (৩০) ও শেন ওয়াটসন। ছয়টি চার ও তিনটি ছয়ের মার দিয়ে ৫৯ রান করেন ওয়াটসন।

এরপর ডেভিড হাসির ২৮ মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিকরা।  

ইংল্যান্ডের পক্ষে দুটি উইকেট নেন মিচেল ইয়ার্ডি। এছাড়া টিম ব্রেসনান ও চেরিস ওকেস পান একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ইয়ান বেল ও  ইয়ান মরগানের ব্যাটিংয়ে জয়ের লক্ষ্যপথেই ছিল ইংল্যান্ড। ফাঁকে ভালো বোলিং দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন শেন ওয়াটসন। একপর্যায়ে টালমাটাল হয়ে পড়ে ইংলিশ শিবির। ওয়াকেস ১৯ রান যোগ করে বিপদ মুক্ত করেন। শেষ বলে জয় নিশ্চত হয় সফরকারী ইংল্যান্ডের।

মরগান সর্বোচ্চ ৪৩ রান করেন। এছাড়া বেল ২৭ ও পিটারসেন ২৫ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে ১৫ রান খরচে চারটি উইকেট নেন শেন ওয়াটসন।   দুর্দান্ত বোলিংয়ে সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি।

শুক্রবার মেলবোর্ন ক্রিকেট মাঠে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘন্টা, জানুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।