ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

মহানগর স্কুল ফুটবল চ্যাম্পিয়ন চ্যারিটেবল স্কুলের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১
মহানগর স্কুল ফুটবল চ্যাম্পিয়ন চ্যারিটেবল স্কুলের

ঢাকা: আশিয়ান সিটি  ঢাকা মহানগর স্কুল ফুটবল প্রতিযোগিতার শিরোপা জিতেছে এ লতিফ চ্যারিটেবল স্কুল। বুধবার টাইব্রেকারে তারা ৩-১ গোলে হারায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে।



কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। এরপর সরাসরি টাইব্রেকারে নিষ্পত্তি হয় খেলা।

রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পক্ষে শুট আউটে লক্ষ্যভেদ করতে  ব্যর্থ হন তানজিম আহমেদ অনিক, আশফাক জালাল ও রাহাত মাহমুদ রাজ। তাদের পক্ষে একমাত্র গোলটি করেন অলিউর রহমান হিমেল।

অন্যদিকে এ লতিফ চ্যারিটেবল স্কুলের পক্ষে আনারুল ইসলাম শাখা, রাজীবুল ইসলাম ফিতা ও তৌফিকুর রহমান প্রত্যেকেই গোলের দেখা পান।

সেরা খেলোয়াড় হিসেবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের রাইসুল ইসলাম রিমু পঞ্চাশ হাজার এবং সর্বোচ্চ গোলদাতা হিসেবে এ লতিফ চ্যারিটেবল স্কুলের মাসুম পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার পান।

এছাড়া ফেয়ার প্লে ট্রফি দেওয়া হয় বিএএফ শাহীন কলেজকে এবং সেরা ভেন্যুর পুরস্কার পায় ঢাকা আবাহনী লিমিটেড মাঠ।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, ড. মাহফুজুর রহমান, স্পন্সর প্রতিষ্ঠান আশিয়ান সিটির উপ-মহাব্যাবস্থাপক সাইফুল ইসলাম ভুইয়া ও সহ স্পন্সর প্রাণ গ্রুপের মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) জাবেদ ইকবালসহ ফেডারেশন কর্মকর্তারা।  
 
বাংলাদেশ সময়: ১৯০১ ঘন্টা, ১২ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।