ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

বিশ্বকাপের প্রবল আকর্ষণে ছুটছেন মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১
বিশ্বকাপের প্রবল আকর্ষণে ছুটছেন মাশরাফি

ঢাকা: বিশ্বকাপের আকর্ষণ খুব বেশি টানছে মাশরাফি বিন মুর্তজাকে। অনেকটা মরণ নেশার মতো হয়ে দাঁড়িয়েছে বিশ্বকাপ।

জীবন বাজি রেখেও খেলতে প্রস্তুত নড়াইল এক্সপ্রেস। কিন্তু শেষপর্যন্ত মাশরাফির ভাগ্য ফিরবে তো?

চোট থেকে এখনো সেরে উঠেননি জাতীয় দলের নির্ভরযোগ্য এই পেসার। পরিচর্যার কাজ সবে শুরু হয়েছে। স্লো রানিং (দৌঁড়) শুরু করেছেন। কিছু সময় ব্যাটিংও করেছেন নড়াইল এক্সপ্রেস। চোট আক্রান্ত হাঁটুর অবস্থা আগের চেয়ে অনেক ভালো মনে করছেন মাশরাফি,“দৌঁড়ানোর সময় কোন ব্যাথা অনুভব করিনি। আজকে তিন সপ্তাহ হলো। অবশ্যই আস্তে আস্তে রানিং বাড়ানো হবে। ফিজিও বলেনি কখন বোলিং করবো। যেভাবে শুরু করেছি তাতে মনে হয় দুই সপ্তাহের মধ্যে বোলিং করতে পারবো। ব্যাটিংয়ে কোন সমস্যা হয়নি। ”

বিশ্বকাপের বাকি আছে ৩৭ দিন। মাশরাফির বোলিং করতে এখনো প্রায় দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো শারীরিক সক্ষমতা ফিরে পেতে বেশিও লেগে যেতে পারে। এছাড়া ১৯ জানুয়ারির মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত দল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’কে দিতে হবে। সম্ভবত ১৬ জানুয়ারি ১৫ সদস্যের দল ঘোষণা করতে বিসিবি। জাতীয় দলের নির্বাচকরাও সেভাবে নিজেদেরকে গুছিয়ে নিয়েছেন। অবশ্যই তার আগে সুস্থ মাশরাফিকে দেখতে চাইবেন নির্বাচকরা। ফিজিও মাইকেল হেনরিও মাশরাফির ব্যাপারে প্রতিবেদন দেবেন। অবস্থা দৃষ্টে মাশরাফির বিশ্বকাপ অভিযান অনেক আগেই শেষ হয়ে গেছে বলে মনে করছেন অনেকে। কিন্তু বিসিবির বিশেষ একটি মহল চোট আক্রান্ত মাশরাফিকেও বিশ্বকাপ স্কোয়াডে দেখতে চান!

এদিকে মাশরাফি বুধবার সাংবাদিকদের জানিয়েছেন ২২ অথবা ২৩ জানুয়ারি তার অস্ট্রেলিয়ান চিকিৎসক ডেভিড ইয়াংকে দেখানোর পরে হাঁটুর প্রকৃত অস্থা বোঝা যাবে। প্রধান কোচ জেমি সিডন্সও মাশরাফিকে নিয়ে শঙ্কার মধ্যে আছেন। খোদ জেমি প্রশ্নটা ছুড়ে দিয়েছেন?

বাংলাদেশ সময়: ১৯১০ ঘন্টা, জানুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।