ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

বিজয়কে জন্মদিনের শুভেচ্ছা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
বিজয়কে জন্মদিনের শুভেচ্ছা

ঢাকা: জাতীয় দলের ওপেনার আনামুল হক বিজয় ২২ বছরে পা রাখলেন। বাবা-মা নাম রাখেন আনামুল হক।



১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জন্ম গ্রহণ করায় তার শিক্ষক ‘বিজয়’ নামে ডাকতেন।

১৯৯২ সালের ১৬ ডিসেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন জাতীয় দলের ডান হাতি এ তারকা ব্যাটসম্যান। আনামুল হক নামে যতটা না পরিচয় তার চেয়ে বেশি পরিচিত তিনি ‘বিজয়’ নামে।

জন্মদিন পালন সম্পর্কে আনামুল হক বিজয় বাংলানিউজকে বলেন,‘খুব সাদামাটাভাবেই আমার জন্মদিনটা পালন হয়। ক্রিকেট খেলার শুরু থেকেই জন্মদিনটা মাঠেই উদযাপন করা হয়। সোমবার বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি স্টেডিয়ামে ম্যাচ আছে। সেখানেই কাটবে আমার জন্মদিন। আমি শহীদ জুয়েল একাদশের হয়ে মাঠে নামবো। ’

২০১২ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে বিজয়ের। এখন পর্যন্ত ৯ ওয়ানডে খেলে একটি সেঞ্চুরি পেয়েছেন। ওয়ানডে অভিষেক হওয়ার পর খুব দ্রুত টেস্ট ক্যাপ পরেন এ ওপেনার।   মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে মুশফিকের হাত থেকে টেস্ট ক্যাপ নেন আনামুল।

বাংলানিউজের পক্ষে থেকেও আনামুল হক বিজয়কে জন্ম দিনের শুভেচ্ছ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ১৬ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: নুরুজ্জামান ফারাবি, স্টাফ করেসপন্ডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।