ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

বেলের শতকে জয় ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১
বেলের শতকে জয় ইংল্যান্ডের

সিডনি: অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে একদিনের সফর ম্যাচে জিতেছে ইংল্যান্ড একাদশ। সোমবার ডাকওয়ার্থ-লুইস (ডি/এল) পদ্ধতিতে ইয়ান বেলের শতকে ইংলিশরা সাত উইকেটে হারায় স্বাগতিকদের।

প্রধানমন্ত্রী একাদশ: ২৫৪/৯ (৪৩ ওভার)
ইংল্যান্ড একাদশ: ২২৫/৩ (৩৩.৩ ওভার)
ফল: ইংল্যান্ড সাত উইকেটে জয়ী (ডি/এল পদ্ধতিতে)

মানুকা ওভাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে স্বাগতিক প্রধানমন্ত্রী একাদশ। উদ্বোধনী জুটিতে আসে ৭৫ রান। ট্রেডওয়ের বলে ফিরতি ক্যাচ দিয়ে ওসমান খাজা (২২) সাজঘরে ফিরলে জুটি ভাঙ্গে।

অবশ্য খাজা বিদায় নিলেও বড় স্কোর গড়তে সমস্যা হয়নি স্বাগতিকদের। টিম পাইনের ৫০, ড্যানিয়েল ক্রিস্টিয়ানের ৫৩ ও কালাম ফার্গুসনের ৩৯ রানের সুবাদে বড় পুঁজি পায় প্রধানমন্ত্রী একাদশ।

তিনটি করে উইকেট নেন আজমল শাহজাদ ও মাইকেল ইয়ার্ডি।

জবাবে ব্যাট করতে নেমে ইয়ান বেলের হার না মানা ১২৪ ও জোনাথন ট্রটের ৪৮ রানে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড। তখনো বাকি ছিলো ১৩ বল।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন ইয়ান বেল।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘন্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।