ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

রোনালদোর হ্যাটট্রিকে জয় রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১
রোনালদোর হ্যাটট্রিকে জয় রিয়াল মাদ্রিদের

মাদ্রিদ: স্প্যানিশ লিগে একনম্বরে থাকা বার্সেলোনার পিছনেই আছে রিয়াল মাদ্রিদ। রোববার পিছিয়ে পড়েও ক্রিশ্চিয়ানো রোনালদোর হাটট্রিকে তারা ৪-২ গোলে হারায় ভিয়ারিয়ালকে।

সান্টিয়াগো বার্নাব্যুতে সাত মিনিটে এগিয়ে যায় সফরকারী ভিয়ারিয়াল। দুই মিনিট পরই ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। মেসুত ওজিলের ঠেলে দেওয়া বলে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ উইঙ্গার।

১৮ মিনিটে আবারও এগিয়ে যায় সফরকারীরা। অবশ্য এবারও স্বাগতিকদের সমতায় ফেরান রোনালদো। ৪৫ মিনিটে জাবি আলোনসোর বাড়িয়ে দেওয়া বল জালে জড়ান রোনালদো। প্রথমার্ধে ২-২ এ সমতা নিয়ে বিরতিতে যায় উভয় দল।

বিরতির পর ৭৯ মিনিটে হাটট্রিক পূর্ণ করেন রোনালদো। এই মৌসুমে ১৮ ম্যাচ খেলে রোনালদোর গোল ২২টি। পরে আর গোলের দেখা পায়নি সফরকারীরা।

তবে রেফারির শেষ বাঁশি বাজার আট মিনিট আগে ভিয়ারিয়ালের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন চোটে কাটিয়ে মৌসুমের প্রথম ম্যাচ খেলা কাকা। এই গোলেরও যোগানদাতা ছিলেন রোনালদো।

১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কোচ হোসে মরিনহোর দল রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে পেপ গার্দিওলার বার্সেলোনা।

এদিকে ইতালির সিরি ‘আ’তে জয় দিয়ে শুরু করেছেন ইন্টার মিলানের নতুন কোচ লিওনার্দো। ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তালিকায় চ্যাম্পিয়নদের অবস্থান সপ্তম।

কাতানিয়ার মাঠে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন পক্ষই। ৭১ মিনিটে এগিয়ে যায় কাতানিয়া। তিন মিনিট পর সমতায় ফেরে ইন্টার মিলান। গোল করেন এস্তেবান কাম্বিয়াসো।

৭৯ মিনিটে কাতানিয়ার জালে দ্বিতীয়বার বল পাঠান কাম্বিয়াসো। খেলার বাকি সময় আর গোল না হওয়ায় এই ব্যবধানে (২-১) জিতেই মাঠ ছাড়ে ইন্টার মিলান।

ইন্টার মিলান জয় পেলেও হোঁচট খেয়েছে শীর্ষ দল এসি মিলান। তারা ৪-৪ গোলে ড্র করেছে উদিনেসের সঙ্গে।

১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সবার আগে এসি মিলান। সমান খেলায় ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নেপোলি।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘন্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।