ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বকাপ একটি টুর্নামেন্ট মাত্র: জেমি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১
বিশ্বকাপ একটি টুর্নামেন্ট মাত্র: জেমি

ঢাকা: বিশ্বকাপ নিয়ে দর্শক এবং মিডিয়ার মাতামাতি পছন্দ হচ্ছে না প্রধান কোচ জেমি সিডন্সের। সরাসরি বলেই দিয়েছেন মিডিয়া এবং দর্শকরা চাপ তৈরি করছে।

জেমির মতে,“ছেলেদেরকে আমি বলেছি এটা একটা টুর্নামেন্ট। মিডিয়া এবং দর্শকরা আমাদের ওপর চাপ তৈরি করছে। যদি ভাবি এটা বিশ্বকাপের ম্যাচ। ভারত অনেক বড় দল। তবে পারফরমেন্স খারাপ হবে। আমার কাজ হলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। ”

বাংলাদেশের কোচের দৃষ্টিতে, পিচ ঠিক থাকবে, আউটফিল্ডও একই হলে সমস্যা কোথায়। বোলাররা বল করবে, ব্যাটসম্যানরা ব্যাটিং। বিশ্বকাপের ভাবনায় বুদ হয়ে থাকতে চান না কোচ।

এদিকে সাকিব স্পিন কোচ চাইলেও জেমি তার প্রয়োজন দেখছেন না,“ইয়ান বোলিং কোচ এবং স্পিন বোলিং কোচও। আমি স্পিন বোলিং কোচ, জুলিয়ানও তাই। আমরা কয়েকজন শুধু ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচ না। থ্রি লেভেল করা একদল কোচ আমরা। স্পিন বোলিং নিয়েও কাজ করার ক্ষমতা রাখি। ”

বাংলাদেশ সময়: ২১২১ ঘন্টা, জানুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad