ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

দুই টুর্নামেন্ট খেলতে পারবেন না জিমি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১

ঢাকা: ঢাকা ব্যাংক বিজয় দিবস হকির ফাইনালে রক্তারক্তি দেখেছিলো দর্শকরা। সোনালী ব্যাংকের ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি ও মুক্ত বিহঙ্গের ফারুক হোসেনের মধ্যকার মারামারির ওই ঘটনায় উভয়কে শাস্তি দিয়েছে টুর্নামেন্ট কমিটি।

টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শিমুল জানান, রোববার কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। আমরা জিমিকে আগামী দুই প্রতিযোগিতার জন্য নিষিদ্ধ ও ২০ হাজার টাকা জরিমানা করেছি। ফারুককে শাস্তি দেওয়া হয়েছে। যেহেতু সে আগে জিমির শরীাে আঘাত করেছিলো। তাই আমরা তাকে এক প্রতিযোগিতা নিষিদ্ধ ও ১০ হাজার টাকা জরিমানা করেছি।

তবে আরো বড় শাস্তি হয়তো অপেক্ষা করছিলো জিমির জন্য। কিন্তু জাতীয় দলের এই তারকা খেলোয়াড় নিজের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ ও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না জানিয়ে কমিটি বরাবর আবেদন করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানান টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘন্টা, জানুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।