ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

বন্ধুর জন্য সাকিবের মন খারাপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১
বন্ধুর জন্য সাকিবের মন খারাপ

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ‘আইপিএল’র নিলামে তামিম ইকবাল রোববার বিক্রি হবেন অনেকটা আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন সাকিব। নিলাম শেষ হয়েছে, সাকিবের বন্ধুকে কেউ পেতে আগ্রহ দেখায়নি।

বন্ধুর জন্য খারপ লেগেছে বাংলাদেশ অধিনায়কের। কিন্তু কিছুই করার নেই।

বাস্তবতা হলো আইপিএল অনেক দিক থেকে বিশ্বের তাবত ক্রিকেটারদের কাছেই আগ্রহের। বাংলাদেশের ক্রিকেটারদের কাছেও তাই। সাকিব, তামিম প্রত্যেকে চান ভারতীয় প্রিমিয়ার লিগে খেলতে। কারণটা অর্থনৈতিক। আইপিএলে খেললেই অনেক টাকা।

সাকিবের কাছে প্রশ্ন রাখা হয়েছিলো: ঢাকা প্রিমিয়ার লিগের মতো টাকা থাকলে আইপিএল নিয়ে এতটা আগ্রহ থাকতো? উত্তরে সাকিব বলেছেন, এতটা আগ্রহ থাকতো না। উপস্থিত কারোই বোঝার বাকি নেই টাকার আকর্ষণে ভারতীয় লিগ ক্রিকেটারদের কাছে এতটা জনপ্রিয়।

নিলামের প্রথম দিন শনিবার প্রায় তিন কোটি টাকায় (চার লাখ ২৫ হাজার মার্কিন ডলার) কলকাতা নাইটরাইডার্স কিনে নেয় সাকিবকে। খেলার সুযোগ পেয়ে দারুণ উৎফুল্ল বাংলাদেশ অধিনায়ক,“যেহেতু বিশ্বের সব ভালো খেলোয়াড় থাকেন আইপিএলে। একজন বিদেশি হিসেবে হোম প্লেয়ারদের সঙ্গে খেলারও সুযোগ থাকবে। ভিন্ন পরিবেশে নতুন অভিজ্ঞতা হবে। সেজন্য আইপিএল আকর্ষণীয়। তবে ক্রিকেট শিখতে হলে কাউন্টি ক্রিকেটের চেয়ে ভালো কিছু হতে পারে না। ”

সাকিব ছাড়া বাংলাদেশের কোন ক্রিকেটারই আইপিএলের নিলামে বিক্রি হননি। আব্দুর রাজ্জাক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েসদের জন্য হতাশার নাম আইপিএল।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘন্টা, জানুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।