ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

সাকিবের একজন স্পিন কোচ চাই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১
সাকিবের একজন স্পিন কোচ চাই

ঢাকা: ২৩ জন শ্রোতার উদ্দেশে অনেক কিছু বলেছেন জেমি সিডন্স। বিশ্বকাপের জন্য কিভাবে এগোতে হবে।

অনুশীলনের ধরণ, ইত্যাদি ইত্যাদি। সব শুনে আদাজল খেয়ে মাঠে নেমে পড়েছেন ক্রিকেটাররা।

বিশ্বকাপ বলে কথা। একমুহূর্তও হেলায় নষ্ট করার উপায় নেই। প্রথম দিন দেড় ঘন্টার আলোচনা সেরে সবাই অনুশীলনে ব্যস্ত হয়ে উঠেন। অবশ্য সবাই নেটে ছিলেন না। শনিবার যারা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন তাদেরকে পাঠানো হয়েছিলো ওয়েট ট্রেনিং রুমে।

অনেকটা ঐচ্ছিক অনুশীলন। মুশফিকুর রহিম ব্যাটিং করেছেন। পেসারদের নিয়ে কাজ করেছেন ইয়ান পন্ট। জুলিয়ান ফাউন্টেনও খানিকটা ফিল্ডিং করিয়েছেন। মো. আশরাফুলকেও খুব সিরিয়াস মনে হলো।

সবাইকে ছাপিয়ে গেছে সাকিব আল হাসানের একনিষ্ঠ বোলিং। অধিনায়ক জিপি-বিসিবি একাডেমি মাঠের নেটে খুবই ব্যস্ত ছিলেন। সাধারণত এমনটা দেখা যায় না। এর পেছনে কারণও আছে। প্রিমিয়ার লিগে ভালো করতে না পারায় কিছুটা হলেও চিন্তায় ফেলে দিয়েছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডারকে। অধিনায়ক নিজেও দুর্বলতার কথা স্বীকার করেছেন,“শেষ কয়েকটি ম্যাচে ভালো বোলিং করতে পারিনি। অনেকদিন ধরে মনে হচ্ছিলো বোলিং নিয়ে কাজ করতে হবে। যেহেতু সালাউদ্দিন স্যার নেই। জেমিকে নিয়েই প্র্যাকটিস করলাম। যদিও জেমি স্পিন বোলিং অতটা ভালো বোঝে না। ”

এই মুহূর্তে একজন স্পিন বোলিং কোচের প্রয়োজনীয়তা খুব অনুভব করছেন সাকিব। প্রয়োজনটা বেশি হওয়ায় বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেও রজি আছেন। বলছিলেন,“যেহেতু স্পিন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, দেশি অথবা বিদেশি একজন কোচ হলে ভালো হয়। দু’একটা কথা বললে সমস্যাগুলো দেখলে খুবই কাজে দেবে। ”

অধিনায়ক সাকিব শুধু বিশ্বকাপের নেতৃত্ব দেবেন না। পুরো এক বছর বাংলাদশ দলের ক্রিকেটের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে থাকবেন। সেজন্য সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে সাকিবের যোগাযোগ আগের চেয়ে একটু বেশি হওয়া খুবই জরুরি। যদিও অনুশীলনের প্রথম দিন সহযাত্রীদের সঙ্গে তেমন আলোচনা হয়নি। অবশ্য সবার সঙ্গে আগে পরে যোগাযোগ থাকায় আনুষ্ঠানিক আলোচনার খুব একটা প্রয়োজনবোধ করেননি সাকিব।

বিশ্বকাপের বাকি আছে ৪০ দিন। ভালোভাবে শানদিয়ে নেওয়ার এটাই উপযুক্ত সময়। যদিও ঢাকা প্রিমিয়ার লিগের খেলা থাকায় টানা অনুশীলন সম্ভব নয়। এতে সমস্যাও হবে না বলে মনে করেন অধিনায়ক,“আসলে আজকে প্রথম দিন হওয়ায় তেমন কিছুই করিনি। অনুশীলনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রিমিয়ার লিগ নিয়ে সবাই ব্যস্ত থাকবে। তারপরেও আমরা এখন থেকে ক্লাবের হয়ে প্র্যাকটিস করতে পারবো না। এখানে প্র্যাকটিস করে খেলার দিন গিয়ে শুধু খেলবো। ”

প্রিমিয়ার লিগে জাতীয় দলের প্রত্যেকে কমবেশি ভালো খেলায় খুশি অধিনায়ক। বিশ্বকাপের জন্য এতে ভালো হবে বলে মনে করেন সাকিব,“রান করুক, উইকেট পাক, সবাই যদি ভালো করে তবে আত্মবিশ্বাস থাকবে। এবার জাতীয় দলের প্লেয়াররা ভালো করছে। এতে চাঙ্গা থেকে বিশ্বকাপ খেলতে পারবে। ”

বাংলাদেশ সময়: ১৯১০ ঘন্টা, জানুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad