ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

শীর্ষে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১
শীর্ষে বার্সেলোনা

মাদ্রিদ:  স্প্যানিশ লিগে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। শনিবার কাতালানরা ৪-০ গোলে উড়িয়ে দেয় দেপোর্তিভো লা করুনাকে।

দেপোর্তিভোর মাঠে ২৬ মিনিটে বার্সাকে এগিয়ে নেন ডেভিড ভিয়া। লিওনেল মেসির পাস থেকে জালে বড় জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড। প্রথামর্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।

বিরতির পর আরও তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠায় পেপ গার্দিওলার শিষ্যরা। ৫২ মিনিটে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ২৮ মিনিট পর পিকের ঠেলে দেওয়া বলে ব্যবধান বাড়ান আন্দ্রেস ইনিয়েস্তা।

অবশ্য মেসি, ভিয়া ও পেদ্রোদের গোল করার দিনে ম্লানই মনে হয়েছে স্বাগতিক দেপোর্তিলো লা করুনাকে। রেফারির বাঁশি বাজার নয় মিনিট আগে স্বাগতিকদের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন পোদ্রো।

এছাড়া সেভিয়া ৩-২ ব্যবধানে রিয়াল সোসিয়েদাদকে এবং ১-১ গোলে ড্র হয়েছে মালাগা ও অ্যাথলেটিক বিলবাও’র মধ্যকার খেলা।

১৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে একনম্বরে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে পরের স্থানে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘন্টা, জানুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।